Country

2 weeks ago

Shaurya Veer- Run : দিল্লিতে সেনার উদ্যোগে আয়োজিত শৌর্য বীর রান ২০২৫

Shaurya Veer- Run (symbolic picture)
Shaurya Veer- Run (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৬ অক্টোবর : ৭৯-তম শৌর্য দিবস উপলক্ষ্যে রবিবার ভারতীয় সেনাবাহিনী শৌর্য বীর - রান ফর ইন্ডিয়া ২০২৫ আয়োজন করেছে। রবিবার সকালে এই দৌড়ের সূচনা করা হয়েছে। সেনাবাহিনীর আধিকারিক, সৈনিক, পেশাদার ক্রীড়াবিদ, ফিটনেস উৎসাহী এবং নাগরিক- সহ ১০,০০০-এরও বেশি দৌড়বিদ এই দৌড়ে অংশগ্রহণ করেছিলেন।

৭৯-তম শৌর্য দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ কিলোমিটার শৌর্য বীর-দৌড়ের সূচনা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, "এই দৌড় ৩ কিমি, ৫ কিমি, ১০ কিমি এবং ২১ কিমি এর মতো বিভিন্ন দূরত্ব অতিক্রম করেছিল। ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তা প্রচুর উৎসাহ জুগিয়েছে। সেনাবাহিনীকে সমর্থন করার জন্য অনেক বেসামরিক নাগরিক এই দৌড়ে অংশগ্রহণ করেছিল। এই দৌড় ২১টি স্থানে অনুষ্ঠিত হয়েছিল এবং ৩৫,০০০ এরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছিল।"


You might also like!