Country

2 months ago

Sashi Tharoor : রাহুল গান্ধী এমন কিছু বলেননি যে ক্ষমা চাইতে হবে : শশী থারুর

Shashi Tharoor
Shashi Tharoor

 

নয়াদিল্লি, ১৪ মার্চ  : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হয়ে সওয়াল করলেন দলীয় সাংসদ শশী থারুর। মঙ্গলবার সংসদ চত্বরে দাঁড়িয়ে শশী থারুর বলেছেন, রাহুল গান্ধী এমন কিছু বলেননি, যে জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। লন্ডনে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হবে, এই দাবি জানিয়েছে সরকার পক্ষ।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সংসদ চত্বরে দাঁড়িয়ে শশী থারুর বলেছেন, রাহুল গান্ধী এমন কিছু বলেননি, যে জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। শশী আরও বলেছেন, তিনি আমাদের গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং গণতন্ত্রের ওপর ক্ষমতাসীন সরকারের আক্রমণ নিয়ে উৎকণ্ঠার কথা ব্যক্ত করেছেন।

কংগ্রেস সাংসদ শশী থারুর আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে যা বলেছেন তার চেয়ে এটি অনেক কম, তিনি ক্ষমতায় আসার আগে কংগ্রেস দল, পূর্ববর্তী সরকার, অগ্রগতির অভাবের অভিযোগে ক্রমাগত আক্রমণ করেছেন। বিদেশে এই ধরনের বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন, কংগ্রেস নয়।


You might also like!