Country

2 weeks ago

Sharad Pawar: বারামতীতে ভোট দিলেন শরদ পওয়ার, জয় নিয়ে আশাবাদী প্রবীণ নেতা

Sharad Pawar
Sharad Pawar

 

বারামতী, ২০ নভেম্বর : মহারাষ্ট্ৰ বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন শরদ পওয়ার।

ভোট দেওয়ার পর এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, "জনসাধারণের ভোট দেওয়া উচিত এবং আমি নিশ্চিত মহারাষ্ট্রের জনতা শান্তিপূর্ণ উপায়ে বিপুল সংখ্যক ভোট দেবেন৷ ২৩ নভেম্বরের পরে এটা পরিষ্কার হবে রাজ্যে কে সরকার গঠন করছে।"

সুপ্রিয়া সুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শরদ বলেছেন, "যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনি কয়েক মাস জেলে ছিলেন এবং সেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন, একমাত্র বিজেপিই এটি করতে পারে।"

You might also like!