Country

2 months ago

Supriya Sule : অনুষ্ঠান চলাকালীন শাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া

Supriya Sule

 

পুনে : মহারাষ্ট্রের পুনেতে একটি অনুষ্ঠান চলাকালীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে দুর্ঘটনাবশত আগুন লেগে যায়। যদিও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন শরদ পাওয়ারের কন্যা । রবিবার এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর অনুরাগী ও ভক্তদের মধ্যে। যদিও তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন বলে একটি বিবৃতিতে জানিয়েছেন পাওয়ার কন্যা।

রবিবার মহারাষ্ট্রের পুণের হিঞ্জাওয়াড়িতে একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। সেই অনুষ্ঠানে ছত্রপতি শিবাজীর একটি ছোট মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর সময় আচমকা বারামতির সাংসদের শাড়িতে আগুন ধরে যায়। যদিও তড়িঘড়ি সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন মঞ্চে উপস্থিত থাকা মানুষজন। এই ঘটনা নিয়ে সুপ্রিয়া সুলে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধনে দুর্ঘটনাবশত আমার শাড়িতে আগুন ধরে যায়। তবে যথাসময়ে আগুন নিভিয়ে ফেলা হয়। সকল শুভাকাঙ্ক্ষী, নাগরিক, দলীয় কর্মী এবং নেতাদের অনুরোধ করছি চিন্তা না করার জন্য। আমি নিরাপদে আছি।’

You might also like!