যোধপুর, ২৬ মে: গত এক সপ্তাহ ধরে রাজস্থান-সহ একাধিক রাজ্যের পারদ উর্ধ্বমুখী। শনিবার রাজস্থানের পারদ ছুঁয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার জানা গেছে, তীব্র তাপপ্রবাহে গত ২৪ ঘণ্টায় হিটস্ট্রোকে ৬ জনের মৃত্যু হয়েছে এবং গত ৭২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। স্বভাবতই, হিট স্ট্রোকের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত মানুষজন।
উল্লেখ্য, আগামী সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। এগুলি হলো আলওয়ার, বারান, কোটা, বারমের, বিকানের, জালোর, চুরু, হনুমানগড়, যোধপুর, পালি, নাগৌর, শ্রীগঙ্গানগর এবং জয়সলমীর। সকাল ১০টার পর থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।