জয়পুর, ১৩ মে: দিল্লির এবার জয়পুর, পিঙ্ক সিটির একাধিক স্কুলে বোমাতঙ্ক! সোমবার গোলাপি শহরের একাধিক স্কুলে বোমাতঙ্কের পরই শিক্ষাঙ্গন খালি করে দেওয়া হয়, পড়ুয়াদের নিরাপদে অন্যত্র নিয়ে যাওয়া হয়। স্কুলে বোমা রাখা আছে বলে কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল আসে। তার পরেই তড়িঘড়ি স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে ফেলা হয়। খবর দেওয়া হয় পুলিশকে।
সোমবার সকালে জয়পুর শহরের অন্তত চারটি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। ইমেল পেয়ে দ্রুত পদক্ষেপ করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল থেকে বাচ্চাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ এলাকায়। স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারীদেরও সরিয়ে তড়িঘড়ি খালি করে দেওয়া হয় স্কুল চত্বর। পুলিশ ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড নিয়ে পৌঁছে যায়। সঙ্গে ছিল প্রশিক্ষিত কুকুরও। প্রতিটি স্কুলে নিখুঁত ভাবে তল্লাশি চালানো হয়।