Country

1 week ago

Assembly Election: একাধিক নেতা যোগ দিলেন অজিতের এনসিপি-তে, শামিল সিদ্দিকির ছেলেও

Assembly elections in Maharashtra
Assembly elections in Maharashtra

 

মুম্বই, ২৫ অক্টোবরঃ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেও দলবদলের পালা অব্যাহত। শুক্রবার সকালে একাধিক নেতা যোগ দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপি-তে। বিজেপি নেতা নিশিকান্ত ভোসলে পাতিল এবং প্রাক্তন বিজেপি সাংসদ সঞ্জয়কাকা পাতিল অজিত পওয়ারের উপস্থিতিতে এনসিপি-তে যোগ দিয়েছেন। সঞ্জয়কাকা পাতিল এবং নিশিকান্ত ভোসলেকে তাঁদের নির্বাচনী এলাকার জন্য এবি ফর্মও দেওয়া হয়। ইসলামপুর থেকে ভোসলে এবং তাসগাঁও থেকে সঞ্জয়কাকা পাতিল।

You might also like!