Country

2 weeks ago

weather Update in delhi: শুক্রেও ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানীর একাধিক এলাকা

weather Update in delhi
weather Update in delhi

 

নয়াদিল্লি, ২২ নভেম্বর : বিগত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান খারাপ পর্যায়ে পৌঁছেছিল। শুক্রবারেও তার ব্যতিক্রম হলো না।দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দিল্লিবাসী। এমতাবস্থায় শুক্রবার সকালে জাতীয় রাজধানীতে বায়ুদূষণ মাত্রার বিশেষ কিছু উন্নতি হয়নি। বরং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, এদিন সকালে দিল্লির বেশ কিছু জায়গার বাতাসকে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত করা হয়েছে।

শুক্রবার সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বিভিন্ন অঞ্চল। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, বিকাজি কামা প্লেস, লোধি রোড-সহ একাধিক এলাকা ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন ছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লিবাসীরা।

You might also like!