Country 5 months ago

শেষ মুহূর্তে হাইকমান্ডের নির্দেশে আসরে মল্লিকার্জুন, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস সভাপতি ভোটে

Mallikarjun Kharge

 


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর  : কংগ্রেসের সভাপতি নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। সভাপতি নির্বাচনের দৌড়ে নাটকীয়ভাবে প্রায় শেষ মুহূর্তে প্রবেশ করেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অনুগামী মল্লিকার্জুন খাড়গে। ১০ জনপথের বাসিন্দা সোনিয়া ও রাহুল গান্ধীর প্রথম পছন্দের তালিকায় বলে মনে করা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, কংগ্রেসি রাজনীতিতে অত্যন্ত পোড়খাওয়া ব্যক্তিত্ব এবং দেশের বিভিন্ন টালমাটাল সময়ে স্থির-অবিচল সিদ্ধান্ত ও পরামর্শদাতা খাড়গের হাতেই ভারতের প্রাচীনতম দলের দায়িত্ব যাচ্ছে বলে জল্পনা আকবর রোডের অন্দরে।

আজ শুক্রবার কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই মনোনয়ন জমা দিচ্ছেন শশী থারুর, দিগ্বিজয় সিং ছাড়াও খাড়গে। হাইকমান্ডের সেরা ঘোড়াকে মাঠে নামানোয় নির্বাচন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। মনোনয়ন জমার সঙ্গেই মল্লিকার্জুন রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দেবেন। দলের নীতি অনুযায়ী, এক ব্যক্তি, এক পদ নিয়ম মেনে তিনি রাজ্যসভার সদস্যপদ ছাড়বেন। যা নিয়েই বিরোধ বেধেছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে।


You might also like!