কোচি, ১১ এপ্রিল : প্রয়াত হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য ডঃ সুরানন্দ রাজশেখরন। অসুস্থ অবস্থায় তাঁকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ সন্ধ্যায় কোল্লাম জেলার চাথান্নুরে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে ডঃ সুরানন্দ রাজশেখরনের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী সংগঠনগুলিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সংসদ এবং রাজ্য বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেও ব্যর্থ হয়েছিলেন। রাজ্য সহ-সভাপতি এবং রাজ্য সমবায় ব্যাঙ্কের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ডঃ সুরানন্দ রাজশেখরন।