শ্রীনগর, ৯ মে : ৪০ ঘণ্টা একটানা অভিযান। লাগাতার গুলির লড়াই। উপত্যকায় অবশেষে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। খতম করা হল তিন জঙ্গিকে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কুলগামে শুরু হওয়া সেনা-জঙ্গি সংঘর্ষে ভারতীয় সেনার চিনার কর্পস ও পুলিশের যৌথ অভিযান প্রায় ৪০ ঘণ্টা পর শেষ হয়েছে। ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই দক্ষিণ কাশ্মীরের কুলগামের রেওয়ানি পাভিন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। টানা ৪০ ঘণ্টা ধরে চলা অভিযানে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের কম্যান্ডার বাসিত আহমেদ দরকে নিকেশ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এনআইএ-র মোস্ট ওয়ান্টেড লিস্টে বাসিতের নাম ছিল। উপত্যকায় সেনা ও সাধারণ নাগরিকদের হত্যায় জড়িত ছিল বাসিত।