Country 6 months ago

Kedarnath মরশুমের প্রথম তুষারপাত, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ও যমুনোত্রী

Kedarnath

 

রুদ্রপ্রয়াগ, ২০ সেপ্টেম্বর : শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ। মঙ্গলবার এই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে কেদারনাথ অঞ্চলে। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। পাহাড় ঢেকে যায় বরফে, চারিদিকে ছিল শুধু বরফ আর বরফ। সোমবার গভীর রাতে আচমকাই উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় আবহাওয়ার মেজাজ বদলে যায়।

এরপর ভোররাতে কেদারনাথ ও যমুনোত্রী ধাম পাহাড়ে মরশুমের প্রথম তুষারপাত হয়। একই সঙ্গে সাম্প্রতিক বৃষ্টি ও এখন তুষারপাতের কারণে একটু শীত শীত অনুভূত হচ্ছে। যমুনোত্রী ধামের উপরে সপ্ত ঋষি কুন্ড, কালিন্দী পর্বত, বন্দরপুঞ্চ, গরুড় গঙ্গার উপরে পাহাড়ে ভোরে তুষারপাত হয়েছে। হালকা তুষারপাতের পর আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। অন্যদিকে, পাহাড়ের রানী মুসৌরি, ধনৌলতি এবং কাম্পতিতে সোমবার গভীর রাত থেকে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর মুসৌরিতেও রয়েছে হালকা কুয়াশা। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে শীত।


You might also like!