Country

1 year ago

School students tie teachers with tree : পরীক্ষায় নম্বর কম দেওয়ায় শিক্ষকদের গাছে বাঁধল পড়ুয়ারা, দুমকার ঘটনা মাথা নত করল দেশের

School students tie teachers with tree
School students tie teachers with tree

 

দুমকা, ৩১ আগস্ট  : পরীক্ষায় নম্বর কম দেওয়ায় শিক্ষকদের গাছের সঙ্গে বেঁধে নিগ্রহ করল ছাত্ররা। এমনই নক্কারজনক ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষকদের গাছে বেঁধে রাখার পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ। দুমকার গোপীকান্দার এলাকার ঘটনা। ব্লক ডেভেলপমেন্ট এক্সটেনশন অফিসার সুরেন্দ্র হেব্রম জানিয়েছেন, আমরা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছি এবং সমস্ত শিক্ষকের সঙ্গে আলোচনা করেছি। আমরা যখন সেখানে পৌঁছলাম, ছাত্ররা বলল যে তাদের ব্যবহারিক বিষয়ে খুব কম নম্বর দেওয়া হয়েছে এবং তারা তাদের শিক্ষকদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া পায়নি।

কুমার সুমন নামে একজন শিক্ষক জানিয়েছেন, পড়ুয়ারা কথা বলার অজুহাতে আমাদের ডেকেছিল এবং বলেছিল রেজাল্ট নষ্ট হয়ে গিয়েছে। এটা ঘটেছে কারণ তাদের ব্যবহারিক মার্কস রেজাল্টে অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা প্রধান শিক্ষকের করার ছিল। তাই আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারিনি।"


You might also like!