Country 7 months ago

School student tie Rakhi to Jairam : হিমাচলের মুখ্যমন্ত্রীর হাতে রাখি বাঁধলেন ছাত্রীরা, জয়রাম বললেন নারীর অবদান ছাড়া কিছুই সম্ভব নয়

School student tie Rakhi to Jairam

 

শিমলা, ১০ আগস্ট : হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের হাতে রাখি বাঁধলেন স্কুলের ছাত্রীরা। বুধবার সকালে হিমাচল প্রদেশের শিমলায় রাজ্য বিজেপির মহিলা মোর্চা উদ্যোগে আয়োজিত রাখি উৎসব অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সেই অনুষ্ঠানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে রাখি বাঁধেন ছাত্রীরা। স্কুলের ছাত্রীদের পাশাপাশি মহিলারাও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে রাখি বাঁধেন।

নিজের হাতে রাখি পরার পর উচ্ছ্বসিত জয়রাম ঠাকুর বলেছেন, নারীর অবদান ছাড়া কোনও কিছুই সম্ভব নয়। এদিন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, সরকার চালানো হোক অথবা পরিবার, নারীর অবদান ছাড়া কিছুই সম্ভব নয়। মেয়েদের ভূয়সী প্রশংসা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।


You might also like!