Country

2 weeks ago

Satyendra Jain:নতুন করে জামিনের আবেদন জানালেন সত্যেন্দ্র জৈন, শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর

Satyendra Jain
Satyendra Jain

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : নতুন করে জামিনের আবেদন জানিয়েছেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনের এই জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৫ সেপ্টেম্বর। অর্থ তছরুপ মামলায় ২০২২ সালের মে মাসে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি।

তিনি এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সত্যেন্দ্র জৈনকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। আদালতে পেশ হওয়ার সময় তিনি বলেন, "সত্যের জয় হবে।" এদিনই নতুন করে জামিনের আবেদন জানিয়েছেন সত্যেন্দ্র জৈন। সেই আবেদনের প্রেক্ষিতে ইডি-কে নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর হবে শুনানি।


You might also like!