নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন প্রসঙ্গে দিল্লির মন্ত্রী এবং আম আদমি পার্টির নেত্রী অতীশি বলেন, এটি সত্যের জয়। সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে এগিয়ে আসার জন্য আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত যে কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত এএপি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। লোকসভা ভোটের শেষ দফা ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে।