Country

6 months ago

সাড়ে তিন লক্ষ টাকার বিল বকেয়া, কংগ্রেস দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Electric disconnected in jalandhar congress office

 


জলন্ধর, ২৯ সেপ্টেম্বর : পঞ্জাবের জলন্ধরে কংগ্রেস দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পঞ্জাব রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (পিএসপিএসএল)। সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল না মেটানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বৃহস্পতিবার জলন্ধরে কংগ্রেস দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এসডিও গুরমীত সিং বলেছেন, তাঁদের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বকেয়া আছে। বৃহস্পতিবার বিদ্যুতের খুঁটি থেকে তার খুলে নেওয়া হয়েছে, যাতে তাঁরা বিদ্যুৎ ব্যবহার করতে না পারে। বিদ্যুৎ দফতর সূত্রের খবর, বিদ্যুতের বিল না মিটিয়েই ওই দফতরে চলত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও। দীর্ঘ অনেক মাস বিদ্যুতের বিল বকেয়া রয়েছে।


You might also like!