Country

1 week ago

Uttar Pradesh Minister Vastaran Dev Singh: শনিবার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করবেন উত্তর প্রদেশের মন্ত্রী স্বতন্ত্র দেব সিং

Uttar Pradesh Minister Vastaran Dev Singh
Uttar Pradesh Minister Vastaran Dev Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশের জলশক্তি মন্ত্রী স্বতন্ত্র দেব সিং শনিবার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করবেন। ওইদিন সকালে মূর্তি উন্মোচন হবে বলে জানা গেছে।

জানা গেছে, কঞ্চ নগরের পঞ্চানন মোড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন হবে। স্থানীয় বিধায়ক মুলচন্দ্র নিরঞ্জন বলেছেন, রাজ্যের জলশক্তি মন্ত্রী এবং বিদায়ী বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন।

You might also like!