Country

1 week ago

Delhi : মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দিতে পারছে না মহাযুতি, কটাক্ষ সঞ্জয় রাউতের

Maharashtra
Maharashtra

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : বিজেপি, শিবসেনা ও এনসিপি-র মহাযুতি জোটকে কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরের শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "তাঁদের (মহাযুতি) পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে, এখনও ৭ দিন পরেও মহারাষ্ট্রে একজন মুখ্যমন্ত্রী দিতে পারছে না মহাযুতি, কারণ কী? কেন প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং তাঁদের নেতারা মুখ্যমন্ত্রী বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে পারছেন না?"

সঞ্জয় রাউত আরও বলেছেন, "তিনি (একনাথ শিন্ডে) বালাসাহেব ঠাকরের নাম নেন এবং শিবসেনার নামে রাজনীতি করেন, কিন্তু তাঁদের সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লিতে। বালাসাহেব ঠাকরের শিবসেনার ভবিষ্যৎ দিল্লিতে কখনই ঠিক হয়নি, ঠিক হয়েছিল মুম্বইয়ে। আমরা কখনও দিল্লি যাইনি, সেখানে অটলজি এবং আডবাণীজি থাকতেন, আমরা কখনও দিল্লি গিয়ে তাঁদের সামনে ভিক্ষা করিনি।"

You might also like!