দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কেরলের পালাক্কাদে আয়োজিত হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও সঙ্ঘের দ্বারা অনুপ্রাণিত সমমনোভাবাপন্ন সংগঠনগুলির তিন দিনের বৈঠক। এই বৈঠকের আগে, শুক্রবার সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এক সাংবাদিক সম্মেলনে বৈঠকে অংশ নেওয়া সংগঠনগুলি ও বৈঠকের আলোচ্য বিষয়গুলি সম্পর্কে তথ্য দিয়েছেন। এই বৈঠকে ৩২টি সঙ্ঘ অনুপ্রাণিত সংগঠনের ২৩০ জন জাতীয় পদাধিকারী অংশ নেবেন, এছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষ থেকে ৯০ জন কেন্দ্রীয় পদাধিকারী ও সদস্য অংশ নেবেন।
সুনীল আম্বেকর বলেছেন, ১৯২৫ সালে গঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই বিজয়াদশমী থেকে নিজস্ব শতবর্ষে (১০০-তম) প্রবেশ করতে চলেছে। সঙ্ঘ সময়ে সময়ে নিজস্ব কাজের পর্যালোচনা করে থাকে এবং নিজস্ব কাজ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করে। এই শতবর্ষকে সামনে রেখে আমাদের সামাজিক কাজকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে এই সভায় বিস্তারিত আলোচনা হবে। এই সামাজিক কাজের জন্য সঙ্ঘে 'পঞ্চ পরিবর্তনের' উপর জোর দেওয়া হচ্ছে। সঙ্ঘের পাঁচটি পরিবর্তনের মধ্যে রয়েছে সামাজিক সম্প্রীতি, পারিবারিক জ্ঞানার্জন, পরিবেশ সুরক্ষা, নিজের উপর জোর দেওয়া এবং নাগরিক দায়িত্ব। এতে সমমনোভাবাপন্ন সংগঠনগুলো কী ধরনের সহযোগিতা করতে পারে তা সমন্বয় বৈঠকে প্রধানত আলোচনা করা হবে। সঙ্ঘের এই গুরুত্বপূর্ণ বার্ষিক সভায়, আরও ভাল সমন্বয় এবং জাতীয় ও সামাজিক গুরুত্বের বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে।
সকালে এই বৈঠক শুরু হবে, চলবে আগামী তিন দিন। ২ সেপ্টেম্বর বৈঠকে অনুষ্ঠিত আলোচনা নিয়ে পুনরায় সংবাদ সম্মেলনের আয়োজন করবে সঙ্ঘ। আম্বেকর বলেছেন, এই প্রথম কেরলে সঙ্ঘের সমন্বয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এটি উল্লেখযোগ্য যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তিন দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক সাধারণত বছরে একবার আয়োজিত হয়। গত বছর এই বৈঠক ২০২৩ সালের সেপ্টেম্বরে পুণে-তে অনুষ্ঠিত হয়েছিল। এই অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে বিভিন্ন সঙ্ঘ অনুপ্রাণিত সংগঠনগুলিতে কর্মরত বিশিষ্ট আধিকারিকরা অংশগ্রহণ করেন।
সঙ্ঘের প্রচার বিভাগ সূত্রে জানা গিয়েছে, বৈঠকে বিভিন্ন সংগঠনের কর্মীরা নিজেদের কাজের তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করবেন। বৈঠকে জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা এবং সামাজিক পরিবর্তনের অন্যান্য বিষয় ও পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানোর জন্য সকল সংগঠন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা করবে।