Country

1 week ago

Sambhal: ছন্দে ফিরছে সম্ভল; খুলেছে দোকান, এযাবৎ ৭টি এফআইআর দায়ের

Uttar Pradesh
Uttar Pradesh

 

সম্ভল, ২৬ নভেম্বর : ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তর প্রদেশের সম্ভল জেলা। মঙ্গলবারই দোকান খুলেছেন ব্যবসায়ীরা, এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সম্ভলের এই হিংসার ঘটনায় এযাবৎ ৭টি এফআইআর দায়ের করেছে পুলিশ।

সম্ভলের শাহি জামা মসজিদে সমীক্ষাকে ঘিরে গত ২৪ নভেম্বর অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। হিংসার ঘটনায় মৃত্যু হয় ৪ জনের, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অবশেষে মঙ্গলবার থেকে ছন্দে ফিরছে সম্ভল, খুলেছে দোকান। ডিআইজি (মোরাদাবাদ রেঞ্জ) মুনিরাজ জি বলেছেন, "সম্ভলে পরিস্থিতি স্বাভাবিক। বাজার সচল এবং স্বাভাবিক রয়েছে। জনতার চিন্তা করা উচিত নয়, যারা নির্দোষ তাঁদের শাস্তি হবে না। এখনও পর্যন্ত ৭টি এফআইআর দায়ের করা হয়েছে। আমরা দোষীদের চিহ্নিত করছি।"


You might also like!