লখনউ, ১১ মে : লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে শূন্য আসন পাবে সমাজবাদী পার্টি। এমনই দাবি করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। শনিবার ব্রজেশ পাঠক বলেছেন, "সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে শূন্য আসন পাবে। তাঁদের সমর্থন অন্যত্র চলে গিয়েছে এবং জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে। তাঁদের সময়ে নৈরাজ্য ও গুন্ডা রাজ জনতা ভুলে যায়নি।"
শনিবার সকালেই লখনউতে বিজেপির দলীয় কার্যালয়ে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এদিন বিজেপিতে যোগদানকারী বেশ কয়েকজনের মধ্যে মাতেশ সোনকার ছিলেন, যিনি সমাজবাদী পার্টি সরকারের অধীনে প্রতিমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন।