Country

1 week ago

Sajjan Singh Yadav:অরুণাচল প্রদেশের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন সজ্জন সিং যাদব

Sajjan Singh Yadav
Sajjan Singh Yadav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  অরুণাচল প্রদেশের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন ১৯৯৫ ব্যাচের আইএএস অফিসার সজ্জন সিং যাদব। তিনি ধর্মেন্দ্রের স্থলাভিষিক্ত হবেন।সজ্জন সিং যাদব বর্তমানে ভারত সরকারের অর্থ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব।

এদিকে রাজ্যের বর্তমান মুখ্যসচিব অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল (এজিএমইউটি) ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস ধর্মেন্দ্রকে  দিল্লির মুখ্যসচিব পদে নিযুক্ত করা হয়েছে। দিল্লিতে তিনি ১৯৮৭ ব্যাচের নরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন।

সজ্জন সিং যাদব, 'এসএস যাদব' নামে বেশি পরিচিত। এর আগে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার প্রকল্প পরিচালক এবং ডেপুটি কমিশনার হিসেবে কাজ করেছেন।

হরিয়ানার বাসিন্দা এসএস যাদব পশুপালনে স্নাতকোত্তর ডিগ্রি, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ করেছেন।

You might also like!