চন্ডীগড়, ৬ জুন: কার্নালের বিজেপি বিধায়ক হিসেবে শপথ নিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। বৃহস্পতিবার সকালে বিধায়ক হিসেবে শপথ নেন সাইনি, তাঁকে শপথবাক্য পাঠ করান হরিয়ানা বিধানসভার স্পিকার গিয়ান চন্দ গুপ্তা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর কার্নালের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সাইনি।
মুখ্যমন্ত্রী সাইনি বলেছেন, "আমি কার্নালের জনগণকে ধন্যবাদ জানাই, তাঁরা আমার ওপর নিজেদের আস্থা রেখেছেন। কার্নালের জনসাধারণ তাঁদের অনুমোদন দিয়েছেন যে, অক্টোবরে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে, বিজেপি তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠন করবে। বিশাল জনাদেশে।"