Country

2 weeks ago

Maharashtra polls: সপরিবারে ভোট দিলেন শচীন, গণতন্ত্রের উৎসবে শামিল মাস্টার ব্লাস্টার

Sachin voted with his family, Master Blaster participated in the festival of democracy
Sachin voted with his family, Master Blaster participated in the festival of democracy

 

মুম্বই, ২০ নভেম্বর : সপরিবারে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকর। বুধবার সকালে ভোট উৎসবে শামিল হয়েছেন শচীন, তাঁর স্ত্রী ও মেয়ে। বুধবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে যান শচীন, তাঁর স্ত্রী ও মেয়ে।

অনেক সেলিব্রিটিরাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার, আলি ফজল, জোয়া আখতার, ফারহান আখতার প্রমুখ।

You might also like!