Country

1 year ago

Nitish:আস্তাভোটের আগে গৃহবন্দী আরজেডি বিধায়করা, বিজয় সিনহা বললেন তাঁরা ভয়ে আছেন

Nitish
Nitish

 

পাটনা, ১১ ফেব্রুয়ারি : আগামীকাল বিহার বিধানসভায় আস্তাভোটের মুখোমুখি হবে নীতীশ কুমার সরকার, তার আগে রীতিমতো গৃহবন্দী হয়ে রয়েছেন তেজস্বী যাদবের দলের বিধায়করা। রবিবার দেখা যায়, আরজেডি বিধায়ক ও মহাজোটের বিধায়করা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের পাটনার বাড়িতে রয়েছেন।

আর এই প্রসঙ্গে আরজেডি কটাক্ষ করল বিজেপি। বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, "তাঁরা (আরজেডি) ভয়ে আছে। তাঁরা জানেন যে তাঁদের (বিধায়করা) পরিবারতান্ত্রিক ও দুর্নীতিবাজ রাজনীতিতে বিরক্ত হওয়ায় তাঁদের বিধায়করা যে কোনও সময় তাঁদের ছেড়ে যেতে পারেন... বিধায়কদের জোর করে শ্রমিক হিসেবে রাখার মানসিকতা গণতন্ত্রকে দুর্বল করে দেয়।" আবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, "তেজস্বী এবং লালু যাদব নিজেদের বিধায়কদের বিশ্বাস করেন না এবং তাই তাঁরা (বিধায়করা) খাঁচায় বন্দী...কিন্তু কেউ আর খাঁচায় বন্দী হতে চায় না।"

You might also like!