পাটনা, ১৫ মার্চ :লাড্ডু বিতরণকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বিহার বিধানসভা চত্বরে। বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি ও আরজেডি বিধায়করা। চাকরির বিনিময়ে জমি মামলায় বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসা ভারতী। এই সুখবর বিহারের পৌঁছনোর পর উল্লাসে মেতে ওঠে আরজেডি শিবির।
আরজেডি বিধায়করা এদিন বিধানসভা আসা বিজেপি বিধায়কদের মিষ্টি মুখ করার জন্য লাড্ডু সাধেন। কিন্তু, বিজেপি বিধায়করা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বিজেপি ও আরজেডি বিধায়করা বচসা, এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিহারের বিরোধী দলনেতা বিনয় কুমার সিনহা বলেছেন, আমরা সবাই (বিজেপি বিধায়ক) এখানে ছিলাম এবং তাঁদের (আরজেডি) ভিতরের জায়গা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তাঁরা বাইরে এসে গুন্ডামি করছে। লাড্ডু দেওয়ার অজুহাতে তাঁরা ধাক্কাধাক্কি করছে এবং জিনিসপত্র ছুঁড়ছে। আরজেডি বিধায়করা আমাদের বিরক্ত করেছেন। আমি গভর্নরের কাছে যাব। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ বলেছেন, অনেক সিনিয়র নেতা এই অন্যায় আচরণে লিপ্ত এবং তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বিজেপি দলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।