Country

9 months ago

Governor of Haryana cast vote: ভোটের অধিকার খুবই গুরুত্বপূর্ণ, ভোটদান পরিবর্তন আনে : বন্দারু দত্তাত্রেয়

Right to vote is very important, voting brings change: Bandaru Dattatreya
Right to vote is very important, voting brings change: Bandaru Dattatreya

 

হায়দরাবাদ, ১৩ মে: গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। সোমবার তেলেঙ্গানার হায়দরাবাদের রামনগরের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ভোট দেওয়ার পর বন্দারু দত্তাত্রেয় বলেছেন, "ভোটের অধিকার খুবই গুরুত্বপূর্ণ, ভোটদান পরিবর্তন আনে।"

রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমি এখানে আমার ভোট দিতে পেরে আনন্দিত বোধ করছি। গণতন্ত্রে ভোটের অধিকার খুবই গুরুত্বপূর্ণ। ভোট পরিবর্তন আনে, তাই জনগণের উচিত বিপুল সংখ্যায় ভোট দেওয়া এবং গণতন্ত্রকে শক্তিশালী করা। আমি সকল ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাই।"

You might also like!