নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। ২৭ সেপ্টেম্বর, এই মামলার শুনানি থাকলেও, সেই তারিখ পিছোচ্ছে। আগামী সোমবার, ৩০ সেপ্টেম্বর আর জি কর মামলার শুনানি হবে বলে জানাল সুপ্রিম কোর্ট।
ইতিমধ্যেই কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা, কাজেও ফিরেছেন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন, ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির পর পরবর্তী কর্মসূচি ঠিক করবেন তাঁরা। কিন্তু, ২৭ তারিখের পরিবর্তে এবার ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হবে আর জি কর মামলার শুনানি।