Country

4 months ago

Gonda:গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা

Restoration work completed in Gonda
Restoration work completed in Gonda

 

গোণ্ডা, ১৯ জুলাই : রেলের কর্মী ও আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সমাপ্ত হল উত্তর প্রদেশের গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ। রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিকও হচ্ছে পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে উত্তর প্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত হয়ে যায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের অনেকগুলি বগি।

রেল সূত্রে খবর, গোণ্ডা জংশন স্টেশনের কাছে মতিগঞ্জ ও ঝিলাহি স্টেশনের মাঝে এই দুর্ঘটনার জেরে অন্তত তিনজনের মৃত্যু হয়। জখম ৩২ জন। সারারাত চলে রেললাইন মেরামতের কাজ, শুক্রবার সকালেও রেললাইন সারাইয়ের কাজ চলে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় রেলের পক্ষ থেকে। অবশেষে গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত হয়েছে।


You might also like!