যোধপুর, ৯ মে : মরুরাজ্য রাজস্থানে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। রাজস্থানের জয়পুর, যোধপুর, জয়সলমের সর্বত্রই উষ্ণ আবহাওয়া। গরমের দাপটে নাজেহাল অবস্থা মানুষের। বৃহস্পতিবার সকালে যোধপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, সকাল থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করেছে যোধপুরে।
যোধপুর শহরে ক্রমবর্ধমান তাপমাত্রা ও তাপপ্রবাহ সম্পর্কে হার্ট স্পেশালিস্ট (এসএমএস মেডিকেল কলেজ) ডাঃ দীপক মহেশ্বরী বলেছেন, "শিশু, প্রবীণ নাগরিক এবং যারা ইতিমধ্যে রোগে ভুগছেন তারা এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ। তাঁদের অতিরিক্ত যত্ন নেওয়া উচিত। যাঁরা বাড়ির বাইরে যাচ্ছেন, তাঁরা নিজেকে ঠিকমতো ঢেকে রাখুন... হিট স্ট্রোক অনেক অঙ্গকে প্রভাবিত করে।"