Country

2 weeks ago

Heavy Rainfalls: বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, পুরোদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ

Heavy Rains (Symbolic Picture)
Heavy Rains (Symbolic Picture)

 

আহমেদাবাদ, ২৯ আগস্ট: একনাগাড়ে প্ৰবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলায়। আহমেদাবাদ, মোরবি, ভদোদরায় বিস্তীর্ণ জনবসতিপূর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়ে দিয়েছে, গুজরাটে এখনই থাকবে না বৃষ্টি। আগামী কয়েকদিনও প্রবল বৃষ্টির দুর্যোগ চলবে গুজরাটের বিভিন্ন জেলায়। দুর্যোগ কবলিত গুজরাটে ত্রাণ ও উদ্ধারকাজও চলছে পুরোদমে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। সৌরাষ্ট্র কচ্ছ ও দক্ষিণ গুজরাটের সমস্ত জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সৌরাষ্ট্র ও কচ্ছ, ওডিশা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূল কর্ণাটক, কেরল ও মাহে, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!