Country

2 weeks ago

Clash over Liquor Sale: মদ বিক্রি করতে অস্বীকার, দোকান জ্বালিয়ে দিল ক্রেতা

Clash over Liquor Sale:
Clash over Liquor Sale:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউৎসবের দিনে একটু মদ্যপান করবেন, দোকানের শাটার বন্ধ হয়ে এসেছে, ক্রেতাকে ফিরিয়ে দিচ্ছেন দোকানদার। ক্ষেপে অগ্নিকাণ্ড বাধালেন ক্রেতা।

পেট্রোল ট্যাঙ্ক এনে গোটা মদের দোকান ভিজিয়ে, তাতে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। দোকানির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের মাদুরওয়াড়া এলাকায়। পুলিশের তরফে জানানো হয়, দোকানির অভিযোগের ভিত্তিতে মধু নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মদের দোকানো আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৪৩৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোকানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।


You might also like!