Country

3 months ago

Sanjay Raut : প্রকৃত শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি : সঞ্জয় রাউত

Sanjay Raut
Sanjay Raut

 

মুম্বই, ৫ জুন : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে তোপ দাগলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। সোমবার রাউত বলেছেন, প্রকৃত শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, "আগে হাইকমান্ড মহারাষ্ট্রে থাকলেও, এখন শিন্ডের হাইকমান্ড দিল্লিতে রয়েছে। তিনি বালাসাহেব এবং শিবসেনার কথা বলেন, কিন্তু দিল্লিতে 'মুজরা' করেন। আসল শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি। এক বছর হয়ে গেল কিন্তু মন্ত্রিসভা সম্প্রসারণ হয়নি, এতেই বোঝা যায় এই সরকার যাচ্ছে।"

ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, "তাঁরা (সরকার) 'কবচ' নিয়ে কথা বললেও, সেখানে দেখা গেল না। তাঁরা শুধুমাত্র মিথ্যা আশ্বাস দেয়... মাধবরাও সিন্ধিয়া এবং লাল বাহাদুর শাস্ত্রী নৈতিক ভিত্তিতে পদত্যাগ করেছেন। এটা কী সরকার ও রেলমন্ত্রীর দায় নয়?"



You might also like!