Country

6 months ago

রবিবার গুজরাটে জোড়া সভা আপ-র , উপস্থিত থাকবেন দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান

Arvind Kajriwal is With Bhagbant Maan

 

আহমেদাবাদ, ২ অক্টোবর : রবিবার বিজেপি শাসিত রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে দুটি জনসভায় ভাষণ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আম আদমি পার্টির (আপ) দুই নেতাই শনিবার থেকে দুদিনের গুজরাট সফরে এসেছেন।

রবিবার আপ দলের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল সুরেন্দ্রনগর শহর এবং সবরকাঁথা জেলার খেডব্রহ্মা শহরে জনসমাবেশে ভাষণ দেবেন। জনসভার সময় মানও উপস্থিত থাকবেন বলে দলের গুজরাট শাখা এক বিবৃতিতে জানিয়েছে।

You might also like!