Country

3 weeks ago

Narendra Modi :জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি, এটাই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি, এটাই প্রধান লক্ষ্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শ্রীনগরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমাদের সকলের লক্ষ্য হল জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি। আমি জম্মু ও কাশ্মীরের দ্রুত উন্নতির চেতনা জাগানোর বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "জম্মু ও কাশ্মীরে এখন গণতন্ত্রের উৎসব চলছে। গতকাল প্রথম দফার ভোট হয় ৭ জেলায়। প্রথমবারের মতো সন্ত্রাসের ছায়া ছাড়াই এই ভোট হয়েছে। এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি থেকে বের হয়েছেন, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।"

প্রধানমন্ত্রীর কথায়, "জম্মু ও কাশ্মীরের জনগণ কীভাবে ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করছেন তা এখন সারা বিশ্ব প্রত্যক্ষ করছে। আমি এ জন্য জম্মু ও কাশ্মীরের জনগণকে অভিনন্দন জানাই!" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "কয়েকদিন আগে আমি যখন জম্মু ও কাশ্মীরে এসেছিলাম, তখন বলেছিলাম জম্মু ও কাশ্মীরের ধ্বংসের জন্য তিনটি পরিবার দায়ী। এরপর থেকে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত আতঙ্কে রয়েছে এই মানুষগুলি। তাঁরা মনে করে যে কেউ কীভাবে তাঁদের প্রশ্ন করতে পারে, তাঁরা মনে করে যে কোনওভাবেই হোক চেয়ার দখল করা এবং তারপরে আপনাদের সবাইকে লুট করা তাঁদের জন্মগত অধিকার।" প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করা, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রতিটি শক্তিকে পরাজিত করা, এখানকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া, এটাই মোদীর অভিপ্রায়, মোদীর প্রতিশ্রুতি।"

You might also like!