হরিদ্বার, ২১ জুলাই : উত্তর প্রদেশে কানওয়ার রুটে খাবারের দোকানে 'নেমপ্লেট' ইস্যুতে এবার মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব। রবিবার হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা রামদেব বলেছেন, "রামদেবের যদি নিজের পরিচয় প্রকাশে কোনও সমস্যা না হয়, তাহলে রহমানের পরিচয় প্রকাশ করতে সমস্যা হবে কেন?
যোগগুরু বাবা রামদেব আরও বলেছেন, "প্রত্যেকেরই নিজেদের নাম নিয়ে গর্ব করা উচিত। নাম লুকানোর দরকার নেই, শুধু কাজের মধ্যে পবিত্রতা দরকার। আমাদের কাজ যদি বিশুদ্ধ হয়, তাহলে আমরা হিন্দু, মুসলিম অথবা অন্য কোনও সম্প্রদায়ের হই তাতে কিছু যায় আসে না।"