নয়াদিল্লি, ১৪ মে: পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পেলেন যোগগুরু বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ। পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত শুনানিতে অংশ নিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আসেন বাবা রামদেব। সুপ্রিম কোর্ট এদিন রামদেব, বালকৃষ্ণ ও অন্যদের বিরুদ্ধে অবমাননার আবেদন সংক্রান্ত রায়দান সংরক্ষিত রাখে।
এই মামলায় যোগগুরু বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি পতঞ্জলি আয়ুর্বেদকে হলফনামা জমা দেওয়ার জন্য সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।