নয়াদিল্লি, ২১জানুয়ারি : আরও একবার ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিতর্কিত ধর্মগুরু রাম রহিম। জানা গিয়েছে, তিনি ৪০ দিনের জন্য ছাড়া পাচ্ছেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি ডেরা প্রাক্তন প্রধান শাহ সন্তনম সিংয়ের জন্মদিন। আর সেই অনুষ্ঠানেই অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন বিতর্কিত ধর্মগুরু রাম রহিম। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন ধর্মগুরু রাম রহিম। কিন্তু বারে বারেই তিনি প্যারোলে মুক্তি পাচ্ছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত জুনে তিনি মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি আবারও মুক্তি পান প্যারোলে গত অক্টোবরে। প্রসঙ্গত, সে সময় ছিল হরিয়ানার পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভার উপনির্বাচন। যথারীতি সেই সময় ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের জেলের বাইরে থাকা নিয়ে ব্যাপক সরব হয়েছিল বিরোধী দলগুলি।
অন্যদিকে, রাম রহিমের মুক্তি নিয়ে ইতিমধ্যেই রোহতাকের ডিভিশনাল কমিশনার সঞ্জীব বর্মা জানিয়েছেন, নিয়ম মেনেই রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, নিয়ম মেনে রাম রহিমকে মুক্তি দেওয়া হলেও বিতর্ক কিন্তু কোনভাবেই থামছে না।