Country

5 months ago

রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা খাড়গের, সোনিয়াকে পাঠালেন চিঠি

রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা খাড়গের, সোনিয়াকে পাঠালেন চিঠি

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি পদের জন্য লড়ছেন খাড়গে, কংগ্রেসের 'এক নেতা এক পদ' উদয়পুর সংকল্পের প্রেক্ষিতে তাই রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, শনিবারই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। শুক্রবারই দু'জনে মনোনয়ন পত্র পেশ করেছেন। এরপর শনিবার রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এখন প্রশ্ন হল, খাড়গের জায়গায় রাজ্যসভার বিরোধী দলনেতা কে হচ্ছেন? উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার বিরোধী দলনেতা হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে।

You might also like!