চণ্ডীগড়, ২২ সেপ্টেম্বর: শনিবার রাতে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন হরিয়ানার রাজ্যসভার সাংসদ সুভাষ বরালা। তাঁকে হিসারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কোমর, ঘাড়ে ও হাতে আঘাত লেগেছে। দুর্ঘটনায় তাঁর গাড়ির চালকও জখম হয়েছেন।
বিজেপির এক রাজ্য কর্মকর্তা জানান, লোহারু বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী জেপি দালালের হয়ে প্রচারের জন্য বরালার ৭ থেকে ৮টি গ্রামে কর্মসূচি ছিল। কর্মসূচি সেরে তিনি হিসারে আসছিলেন। শেরপুরা গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। বরালা ড্রাইভারের পাশেই বসেছিলেন বলে জানা গেছে। তাঁর ডান হাতে, ঘাড়ে ও কোমরে আঘাত লাগে। রবিবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান হিসারের বিজেপি প্রার্থী ড. কমল গুপ্ত।