কোচি, ২ সেপ্টেম্বর : জাতীয় স্তরে হোক অথবা আন্তর্জাতিক স্তরে, সঙ্কটের সময় সর্বদা প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়বে।
শুক্রবার সকালে কেরলের কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তি এটাই নিশ্চিত করল যে 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যে আমাদের প্রয়াস একটি বিচ্ছিন্ন নীতি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে যে বিশাল রূপান্তরমূলক পরিবর্তন ঘটছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ।" প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, আইএনএস বিক্রান্ত আত্মনির্ভর ও উচ্চাকাঙ্ক্ষী ভারতের অনন্য প্রতীক।