Country

9 months ago

Rajnath singh at a programme in Lucknow : ভারত সম্পর্কে ধারণা বদলাচ্ছে বিশ্ব, সুনাম ও সম্মান উভয়ই বাড়ছে দেশের : রাজনাথ সিং

Rajnath singh at a programme in Lucknow
Rajnath singh at a programme in Lucknow

 

লখনউ, ২৭ আগস্ট : ভারতের সম্পর্কে ধারণা বদলাচ্ছে বিশ্ব। দেশের সুনাম ও সম্মান উভয়ই বাড়ছে। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তর প্রদেশের লখনউতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, "ভারতের সুনাম ও সম্মান বাড়ছে। আমি বিভিন্ন দেশ সফর এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বেশ কয়েকবার সবচেয়ে উন্নত দেশ পরিদর্শন করেছি। আমেরিকানদের কথা শুনে আমি গর্বিত হয়ে উঠি, ভারত সম্পর্কে মানুষের ধারণা বদলে যাচ্ছে।"প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, "এর আগে ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছিল, বিশ্ব তা গুরুত্বের সঙ্গে নেয়নি। এখন ধারণা বদলে গিয়েছে, এখন যখন ভারত আন্তর্জাতিক মঞ্চে কথা বলে এবং সবাই সেই কথা মনোযোগ দিয়ে শোনে।" প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন টুইটারের মাধ্যমে জানান, লখনউতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে আজ। সেই দিন বেশি দূরে নয় যখন উত্তর প্রদেশ নিজস্ব 'তরুণ প্রজন্মের পরিকাঠামো'-র জন্য সমগ্র ভারতে অগ্রণী রাজ্যে পরিণত হবে।

You might also like!