Country

2 months ago

Rats saved lives in Rajasthan :ইঁদুরের জন্যেই প্রাণ বাঁচল রাজস্থানের এক পরিবারের ৫ জনের! “দেবদূত” হয়ে প্রত্যেকের প্রাণ বাঁচাল ইঁদুর

Rajasthan
Rajasthan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রাণীকুলের মধ্যে প্রকৃতি একটা অতিরিক্ত ইন্দ্রিয় দিয়েছে কিনা যানা যায় না কিন্তু প্রাণীবিজ্ঞানীরা বলেন-ভূমিকম্প,সুনামি ইত্যাদির আগে কোনো কোনো প্রাণী তার আগাম খবর পায়। প্রায় সেই ঘটনাই ঘটলো রাজস্থানের একটি গ্রামে। প্রাণে বাঁচলো একই পরিবারের ৫ জনের। এই ঘটনায় বিস্মিত ওই প্রাণ ফিরে পাওয়া ৫ জন ও নাগরিকমহল। সম্ভবত কৃষ্ণভক্তরা একেই বলেন,'রাখে হরি, মারে কে?'

এবার আজকের এই অফবির নিউজের মূল ঘটনায় আসি। একটা সামান্য ইঁদুরের জন্যেই প্রাণ বাঁচল রাজস্থানের এক পরিবারের ৫ জনের! মাঝরাতে হুড়মুড় করে ভেঙে পড়েছিল লজঝড়ে পুরনো বাড়িটির একাংশ। ভেতরে থাকা সকলের চাপা পড়ে মৃত্যু অবধারিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাড়ি ছাড়তে সক্ষম হন। বেঁচে যান সকলে। 

নেপথ্যে একটি ইঁদুর! ঠিক কী ঘটেছিল? খবরে প্রকাশ, এই ঘটনা রাজস্থানের ধৌলপুর জেলার সিকরৌদা গ্রামের। সেখানকার এক বাসিন্দা জয়প্রকাশ থাকতেন বহু পুরনো একটি বাড়িতে। যেমন বাড়িতে প্রশাসন ‘বিপজ্জনক বাড়ি’র সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে থাকে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন জয়প্রকাশদের বাড়ি ছাড়তে বলেছিল কিনা জানা যায়নি। তবে জয়প্রকাশ-সহ পরিবার পাঁচ সদস্য ওই বাড়িতেই থাকতেন। জানা গিয়েছে, শনিবার রাতে আলাদা আলাদা ঘরে শুয়ে ছিলেন জয়প্রকাশ, নিহালসিং, ইন্দিরা, ববিতা ও নাথিলাল। জয়প্রকাশের দাবি, মাঝরাতে একটি ইঁদুর ঢুকেছিল ঘরে। এতেই ঘুম ভেঙে যায় তাঁর। বাকিরা তখন গভীর নিদ্রামগ্ন। কিন্তু তখনই দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ার আওয়াজ পান। বাড়ি ধসে পড়তে পারে আশঙ্কা করে পরিবারের সকলকে ডেকে তোলেন তিনি। এবং সকলে মিলে নিচে  নেমে যেতেই ধসে পড়ে বাড়ি। সকলেই স্তম্ভিত এই ঘটনায়। প্রাণী বিশেষজ্ঞরা মনে করছে ওই ইঁদুরটি টের পেয়েছিল কিছু একটা বিপদ আসছে। আর সেই কারণেই সে ছটফট করা শুরু করে। তার কারণেই বাঁচলো পাঁচটি প্রাণ।

You might also like!