জয়পুর, ৬ জুন : গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন রাজস্থানের বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা টিকা রাম জুলি। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর ভান্ডারেজের কাছে একটি নীলগাইয়ের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় বিরোধী দলনেতাকে দৌসার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই সময় তিনি আলওয়ার থেকে জয়পুরে যাচ্ছিলেন।
বিরোধী দলনেতার গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। বিরোধী দলনেতা টিকা রাম জুলির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দ্রুত আরোগ্য কামনা করেছেন।