Country

1 week ago

Narendra Modi:জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন সরকারের প্রয়োজন রাজস্থানে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

পালি, ২০ নভেম্বর : জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন সরকারের প্রয়োজন রাজস্থানে। রাজস্থানের পালিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজস্থানের পালিতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গত কয়েকদিন ধরে আমি রাজস্থানের যেখানেই গিয়েছি, সেখানেই একটাই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি-আর তা হল, এবার আসছে বিজেপির সরকার। উন্নয়নের লক্ষ্যে এখন গোটা দেশ দিনরাত কাজ করছে। একবিংশ শতাব্দীতে ভারত যে উচ্চতায় পৌঁছবে তাতে রাজস্থান বিরাট ভূমিকা রাখবে।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "রাজস্থানে এমন একটি সরকারের প্রয়োজন, যে সরকার রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দুর্ভাগ্যবশত গত ৫ বছর ধরে এখানে শাসন করা কংগ্রেস সরকার জনগণের উন্নয়নকে আরও পিছনে ঠেলে দিয়েছে। এখানে কংগ্রেস সরকারের কাছে দুর্নীতির চেয়ে বড় কিছু নেই। এখানকার কংগ্রেস সরকারের কাছে পরিবারতন্ত্রই সবকিছু।" মোদী যোগ করেছেন, "এখানকার কংগ্রেস সরকার তোষণ ছাড়া কিছুই ভাবে না। তোষণের রাজনীতির প্রভাব কী, গত ৫ বছরে রাজস্থান তার মুখোমুখি হয়েছে।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "নারীদের সংরক্ষণের আইন ‘নারীশক্তি বন্দন আইন’ পাশ হওয়ার পর থেকেই তারা (কংগ্রেস) নারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অহংকারী জোটের নেতারা আমাদের মা-বোনদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছে। বিধানসভায় মহিলাদের প্রতি চরম অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। তবুও কংগ্রেসের কোনও নেতা এই বিষয়ে কিছু বলেননি। এটাই কংগ্রেসের আসল চেহারা, যা রাজস্থানের মানুষ চিনতে পেরেছে।"


You might also like!