জয়পুর, ২১ নভেম্বর : রাজস্থান বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার জয়পুরে এক সাংবাদিক সম্মেলন করে রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর খাড়গে বলেছেন, "রাজস্থান বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। আমরা সর্বদা এমন প্রতিশ্রুতি দিয়েছি যা পূরণ করা যেতে পারে।" খাড়গে জোর দিয়ে বলেছেন, "আমরা অবশ্যই সমস্ত কিছু বাস্তবায়ন করব, এতে কোনও সন্দেহ নেই।" এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের প্রদেশ সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, কংগ্রেস নেতা শচীন পাইলট প্রমুখের উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করি, কোনও দল যদি ইস্তেহারে যা বলা হয়েছে তার ৯০ শতাংশই পূরণ করে, তাহলে এটা রাজস্থান এবং কংগ্রেস দলের জন্য একটি বড় অর্জন।" খাড়গে আরও বলেছেন, কংগ্রেস রাজস্থানে ৫ বছরে ১০ লক্ষ কাজের সুযোগ তৈরি করবে, যার মধ্যে সরকারী ক্ষেত্রে ৪ লক্ষ চাকরি রয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, "যেভাবে আমরা রাজস্থানের আর্থিক পরিস্থিতি সামলিয়েছি, তাতে রাজস্থানের মানুষ গর্ববোধ করবে... রাজস্থানে মাথাপিছু আয় বেড়েছে ৪৬.৪৮ শতাংশ। ২০৩০ সাল পর্যন্ত মাথাপিছু আয়ে এক নম্বর স্থান অর্জন করাই আমাদের স্বপ্ন। ২০২০-২১ সালে রাজ্যের জিডিপি ১৯.৫০ শতাংশে পৌঁছেছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।"
নির্বাচনী ইস্তেহারে খুশি ব্যক্ত করে কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, "সত্যিই একটি ভাল ইস্তেহার। সমস্ত বিভাগের যত্ন নেওয়া হয়েছে. কংগ্রেসের ঘোষণায় মানুষ বিশ্বাস করে। বিজেপির ঘোষণার মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গিয়েছে। আমি মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব এবং আমরা ৩০ বছর ধরে যা করতে পারিনি তা করব। কংগ্রেস দল আবার সরকার গঠন করবে।”