নয়াদিল্লি, ২৪ মে : তীব্র তাপপ্রবাহে কাহিল হয়ে পড়েছে রাজস্থান ও পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্য। গরমে অতিষ্ঠ জাতীয় রাজধানী দিল্লিও। গরমের দহনজ্বালায় তিতিবিরক্ত হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশের অনেক অংশও। এছাড়াও জম্মু ও কাশ্মীরের সমতল, হিমাচল প্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বিরাজমান রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৭ মে পর্যন্ত রাজস্থান, পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশের অনেক অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। অত্যধিক গরম থাকবে জম্মু ও কাশ্মীরের সমতল, হিমাচল প্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের বিভিন্ন স্থানেও।
২৫ মে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছের অনেক জায়গায়। আইএমডি জানিয়েছে, ২৬ মে-ও রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশ এবং জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছের বিভিন্ন অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।