Country

6 months ago

Raja Ganapati of Mumbai's Lalbagh : মুম্বইয়ের লালবাগের রাজা গণপতির জাঁকজমক বিদায়

Raja Ganapati of Mumbai's Lalbagh

 

মুম্বই, ১০ সেপ্টেম্বর : শনিবার সকাল ৯টায় মুম্বইয়ে বিখ্যাত লালবাগের রাজা গণেশের মূর্তি বিসর্জন করা হয়। পুনেতেও প্রতিমা বিসর্জন করা হচ্ছে। লালবাগের রাজা গণেশের মূর্তি শুক্রবার সকালে বিসর্জনের জন্য সরিয়ে দেওয়া হয়। আজ সকালে ধুমধাম করে প্রতিমা বিসর্জন করা হয়। মুম্বইয়ের ৭৭টি বড় গণপতি বিসর্জন ঘাট এবং ১৭৩টি কৃত্রিম হ্রদে ১২ হাজার বড় এবং লক্ষাধিক ছোট প্রতিমা বিসর্জন করা হয়েছে। বিসর্জনের সময় গিরগাঁও, ওরলি, জুহু, অক্ষ, মারভে প্রভৃতি চৌপাতিতে তৈরি ঘাটগুলিতে প্রচুর ভিড় ছিল। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও তাদের বাসভবনে ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করেছিলেন। নিজ বাসভবনেই পুকুরে গণপতি বিসর্জন করেন এসব মানুষ। শনিবার সকাল সাড়ে ৫টায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে তাঁর সরকারি বাসভবনে গণেশ বিসর্জন করেন। নাসিক, জলগাঁও, নাগপুর, জালনা, পারভানি প্রভৃতি শহরে আড়ম্বর সহকারে গণপতি বাপ্পাকে বিদায় জানানো হয়।

You might also like!