Country

7 months ago

Bhupesh Baghel :রায়পুর: ভূপেশ বাঘেল ইন্ডোর স্টেডিয়ামে বড় পর্দায় ক্রিকেট ম্যাচ দেখছেন

Bhupesh Baghel
Bhupesh Baghel

 

মুম্বই, ১৯ নভেম্বর  : ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রবিবার ইন্ডোর স্টেডিয়ামে বড় পর্দায় ক্রিকেট ম্যাচ দেখছেন। রায়পুরের ক্রিকেট ভক্তদের পাশাপাশি মুখ্যমন্ত্রী ভূপেশও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত। নির্বাচনের প্রুস্তুতি পর্ব শেষ হওয়ার পর রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের জন্য মুখ্যমন্ত্রী ভূপেশ বিশেষ প্রস্তুতি নিয়েছেন। বড় পর্দায় তিনি এই ম্যাচ দেখবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে বসানো হয়েছে বড় পর্দা। শুধু তাই নয়, সাধারণ মানুষকে ম্যাচ দেখার আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাঘেল। এক্স হ্যান্ডেলে তিনি এই তথ্য জানান। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন - চক দে ইন্ডিয়া, আমরা সবাই একসঙ্গে বসে ক্রিকেট বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তগুলির সাক্ষী হব। আপনাদের সকলকে আমন্ত্রণ।

You might also like!